টঙ্গীতে ৭ ডাকাত সদস্য গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


টঙ্গীতে ৭ ডাকাত সদস্য গ্রেফতার
সাতজন ডাকাত

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতে ১ টার দিকে টঙ্গীর সিলমুন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ছুরি জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, সোহাগ মিয়া (১৯), হাসান রিয়াজ( ১৮), জিসান (১৯), নাহিদ (১৯), সজিব (২০), ইয়াসিন  আরাফাত (২৩) ও আরিফ হোসেন(২২)।


বৃহষ্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।


টঙ্গী পূর্ব থানার ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সিলমুন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়।  এ সময় খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত সাতটি ছুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা টঙ্গীর বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃহষ্পতিবার আদালতে পাঠানো হয়েছে।


আরএক্স/