হরিণ শিকারের ফাঁদ, নৌকা ও জালসহ তিন জেলে আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৭ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


হরিণ শিকারের ফাঁদ, নৌকা ও জালসহ তিন জেলে আটক
আটককৃত তিন জেলে

অবৈধভাবে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন অসাধু জেলেকে আটক করেছেন বনবিভাগ। 


শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনের করমজল সংলগ্ন ৮ নম্বর খাল থেকে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নৌকা, নেট জাল ও হরিণ শিকারের ফাঁদ। 


পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক মো. মাহবুব হাসান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮নম্বর খালে গিয়ে দেখা যায় সেখানে একটি নৌকা অবস্থান করছেন। 


পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে ২৫টি হরিণ শিকারের ফাঁদ, ২টি নেট জাল জব্দ করা হয়। এছাড়া বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনে প্রবেশ ও মাছ এবং হরিণ শিকারের প্রস্তুতির দায়ে নৌকায় থাকা তিন অসাধু জেলেকে আটক করা হয়। 


আটক জেলেরা হলেন, অসিম শেখ (৩৫), জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। এ সকল জেলেদের বাড়ী মোংলার চিলা ও দক্ষিণ কাইনমারী এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা মাহবুব।


আরএক্স/