গোপালগঞ্জে খ্রীষ্টিয়ান ফেলোশিপের উদ্যোগে পাতঃকালীন উপাসনা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩
গোপালগঞ্জ খ্রীষ্টিয়ান ফেলোশিপের উদ্যোগে পাতঃকালীন উপাসনা অনুষ্ঠিত হয়েছে।
"মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? এ মূলবচনকে সামনে রেখে রবিবার (৯ এপ্রিল) ভোর ৫ টায় গোপালগঞ্জ স্থানীয় পৌরপার্কে পুনরুত্থান (পাতঃকালীন) উপাসনার এ আয়োজন করে গোপালগঞ্জ খ্রীষ্টিয়ান ফেলোশিপ (জিসিএফ)।
জিসিএফ সম্পাদক শিমিয়ন হাজরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসিএফ -এর সভাপতি রেভা প্রভাস বাড়ৈ।
অনুষ্ঠানে প্রশংসা ও আরাধনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান হ্যাপি বৈদ্য। প্রারম্ভিক প্রার্থনা করেন রেভা ডেভিড রায়। শুভেচ্ছা বক্তব্য ও পবিত্র বাইবেল পাঠ করেন রেভা প্রভাস বাড়ৈ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রেভা জিভিঙ্ক গোমেজ, রেভা জোসেফ পান্ডে, রেভা শমুয়েল এস বালা। মূলবচন পাঠ করেন রেভা নথনেল রায়। বাক্য প্রচার করেন পলেন পাড়ৈ। প্রার্থনা ও অসিত বচন করেন রেভা জোসেফ পান্ডে।
এসময় জিসিএফ -এর সহ-সম্পাদক মি.মুন্না বালা, কোষাধ্যক্ষ মি.সবুজ বৈদ্য, রেভা স্বপন বিশ্বাস, রেভা নিলরতন বিশ্বাস, পাষ্টর এ্যাডওয়ার্ড বাড়ৈ সহ প্রায় দেড় সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকলের মাঝে জলখাবার বিতরণ করা হয়।
আরএক্স/