ডা. জাফরুল্লাহর চিকিৎসায় জরুরি মেডিকেল বোর্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২২ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


ডা. জাফরুল্লাহর চিকিৎসায় জরুরি মেডিকেল বোর্ড
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থার আশানুরূপ কোনও উন্নতি হয়নি বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। এই অবস্থায় জরুরি বৈঠকে বসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।


রবিবার (৯ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।


তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শাররিক অবস্থা গত তিন দিনে তেমন কোনও উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় আজ দুপুর ১২টা থেকে দেড়টা মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট  চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে।


বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।