কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমের মায়েরা পেলেন ঈদের পোশাক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫২ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩
বৃদ্ধাশ্রমের অসহায় মায়েরা পেলেন ঈদের নতুন পোশাক। এসব কাপড় পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধাশ্রমের সবাই। এ যেন আপনজনের হাতে পাওয়া নতুন পোশাক।
রবিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার উদয় মা ও শিশু পূর্ণবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেককে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদের নতুন পোশাক দেয়া হয়। সেই সঙ্গে তাদের দেওয়া হয় চাল, ডাল, মাংস, সেমাই, চিনি, দুধসহ অন্যান্য ঈদ সামগ্রী।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ (জিপি)এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী, চ্যানেল২৪ টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, প্রচার সম্পাদক আশরাফুল হক টিপু,
সাপ্তাহিক রবিবার্তার নির্বাহী সম্পাদক মাহ্ফুজ আহমেদ তৌহিদ, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, জুয়েল রানা, শহীদুল, রিয়াদ প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহসান আলী।
এসময় অতিথিরা বৃদ্ধাশ্রমের অসহায় মায়েদের খোঁজখবর নেন, পরিবার থেকে দূরে থাকা মায়েদের প্রসঙ্গে প্রধান অতিথি এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম বলেন,ঈদ সামগ্রী পাওয়ার তারাই প্রথম হকদার। কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাব প্রকৃত জায়গায় ঈদ উপহার পৌঁছে দিয়েছেন এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরএক্স/