টিসি দেওয়ায় প্রধান শিক্ষককে কোপাল বহিষ্কৃত ছাত্র


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৫৪ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


টিসি দেওয়ায় প্রধান শিক্ষককে কোপাল বহিষ্কৃত ছাত্র
বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ

টিসি দেওয়াও মানিকগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমান নামে এক প্রধান শিক্ষককে কুপিয়েছে বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা। 


রবিবার (৯ এপ্রিল) উপজেলার বালিরটেক বাজারে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 


আহত মিজানুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে। 


এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, রাজু আহমেদ স্কুলের বিভিন্ন ছাত্রীদের উত্যক্ত করতো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজু আহমেদকে ৯ম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বহিষ্কার করা হয়। রাজুর বাবা শহিদুল ইসলাম খাবাশপুর কলেজের অফিস সহকারী পদে চাকরি করেন।


মানিকগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজুকে গ্রেফতার করার জন্য কাজ করছে পুলিশ।