টেকনাফে নৌকায় ক্রিস্টাল মেথ আইস-ইয়াবা রেখে পালালো ‘পাচারকারি’
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্টে এ অভিযান চালানো হয়েছে।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্ণেল মহিউদ্দীন বলেন, সোমবার (১০ এপ্রিল) মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে একটি হস্তচালিত নৌকায় দুইজন লোককে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকা থেকে লোকগুলো লাফ দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
" পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে পাওয়া যায় ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা এবং ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল। "
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।
আরএক্স/