নতুন ১২ দলের নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত: ইসি সচিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


নতুন ১২ দলের নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত: ইসি সচিব
নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসি সচিব জাহাংগীর। ছবি: সংগৃহীত

ইসি সচিব জাহাংগীর বলেছেন, নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।


মঙ্গলবার (১১ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।


সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।


গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। নতুন কোনও দলকে নিবন্ধন পেতে হলে শেষ শর্তটিই পূরণ করতে হয়।