বঙ্গবাজারে ব্যবসায়ীদের হাতাহাতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনাটি ঘটেছে।
বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও এক কমিটিকে বাদ দিয়ে আরেক কমিটির ভারপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললে এ হাতাহাতির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদেরকে বলেন, আমাকে সরকারের পক্ষ থেকে ফান্ড রেইজ করার জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। সেজন্যই আজ আমার বঙ্গবাজারে যাওয়া। কিন্তু সেখানে গিয়ে আজ খুবই বিরক্ত হয়েছি।
তিনি বলেন, কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালোটমেন্ট পাবে তা ঠিক করবে সিটি কর্পোরেশন।