নদী বন্দর পরিদর্শন করছেন বিআইডব্লিউটি'র চেয়ারম্যান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


নদী বন্দর পরিদর্শন করছেন বিআইডব্লিউটি'র চেয়ারম্যান
নদী বন্দরে পরিদর্শনে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

পাটুরিয়া-দৌলতদিয়া, কাজিরহাট-নগরবাড়ী ও বাঘাবাড়ী নদী বন্দর পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।


শনিবার (৮ এপ্রিল) ওই নদী বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান। 


পরিদর্শন কালে তিনি উদ্ধারকারী জাহাজ হামজা নৌপথে কর্মরত ড্রেজার সমূহ পরিদর্শনসহ ঘাট শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ এবং স্হানীয় কর্মকর্তা কর্মচারীদের সহিত আলোচনায় অংশ গ্রহণ করেন।


পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশল ( যুগ্ন সচিব) মোহাম্মদ মনোয়ার উজ জামানসহ পরিচালক নৌসওপ মো. শাহজাহান, পরিচালক বওপ সাইফুল ইসলাম,  প্রধান প্রকৌশলী (পুর) মুহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম,  প্রধান প্রকৌশলী ডেজিং পরিচালক (স্টেট এন্ড আইন) রকিবুল ইসলাম  এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. ছাইদুর রহমান ও স্হানীয় কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।