মরণোত্তর দেহদান করলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০০ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নিকট মরণোত্তর দেহদানের অঙ্গীকার সংক্রান্ত সমুদয় দলিলপত্র হস্তান্তর করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক মনোরঞ্জন ঘোষাল।
মঙ্গলবার (১১ এপ্রিল) স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ্য মস্তিস্কে এবং অন্যের বিনা প্ররোচনায় মরণোত্তর দেহদানের প্রস্তুতকৃত অঙ্গীকারপত্র বা দলিলপত্র হস্তান্তর করা করেন তিনি।
পরে সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল-এর দেহদানের অঙ্গীকারপত্র বা দলিলপত্রটি এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এই সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় মরণোত্তর দেহদানের অঙ্গীকার করায় বিশিষ্ট সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল-কে ধন্যবাদ জানান এবং সকলকে মরণোত্তর দেহদানের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ ।
উল্লেখ্য, মৃত্যুর পর তাঁহার দেহ বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।