মরণোত্তর দেহদান করলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০০ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


মরণোত্তর দেহদান করলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল
দেহদানের অঙ্গীকার পত্র হস্তান্তর করছেন মনোরঞ্জন ঘোষাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নিকট মরণোত্তর দেহদানের অঙ্গীকার সংক্রান্ত সমুদয় দলিলপত্র হস্তান্তর করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক মনোরঞ্জন ঘোষাল।


মঙ্গলবার (১১ এপ্রিল) স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ্য মস্তিস্কে এবং অন্যের বিনা প্ররোচনায় মরণোত্তর দেহদানের প্রস্তুতকৃত অঙ্গীকারপত্র বা দলিলপত্র হস্তান্তর করা করেন তিনি। 


পরে সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল-এর দেহদানের অঙ্গীকারপত্র বা দলিলপত্রটি এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এই সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । 


এসময় মরণোত্তর দেহদানের অঙ্গীকার করায় বিশিষ্ট সাংবাদিক মনোরঞ্জন ঘোষাল-কে ধন্যবাদ জানান এবং সকলকে মরণোত্তর দেহদানের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ ।


উল্লেখ্য, মৃত্যুর পর তাঁহার দেহ বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।