স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী

জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।


মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


শোকবার্তায় মো. তাজুল ইসলাম বলেন, মহান  মুক্তিযুদ্ধ ও দেশের চিকিৎসা সেবায়  জাফরুল্লাহ চৌধুরীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।


এই মৃত্যুতে দেশবাসী একজন অনুকরণীয় আদর্শ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে হারালো বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।


এ সময় জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন মোঃ তাজুল ইসলাম।