দেশের বৃহত্তর চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই উদ্বোধন করলেন তিন মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশের বৃহত্তর চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই উদ্বোধন করলেন তিন মন্ত্রী

আফজালুল হক, চুয়াডাঙ্গা: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের কোন চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সকল কারখানা চালু করা হবে। দেশের কোন চিনিকলই বন্ধ না। আখের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই বাছাই করা হবে। কৃষকদের মূল্যবৃদ্ধির দাবী মানার বিষয়টি দেখা হবে।

বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, আন্তার্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও সে দাম বৃদ্ধি পায়। তবে আমদানী নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী তিনমাসের মধ্যে ৪-৫শ টিসিবি ট্রাক নামানো হবে।

খালেদা জিয়ার ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন কোন ইস্যু নাই তাই বিএনপি একটা ইস্যু খোজার চেষ্টা করছে। যতটুকু যারা চেষ্টা করছে তার থেকে শো অফ করছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২০২১-২২ অর্থবছরে আখ মাড়াই মৌসুমের উদ্ভোদনকালে সংবাদকর্মীদের নিকট দুই মন্ত্রী এসব কথা বলেন।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈব সার কারখানা ও ওষুধ কারাখানার সমন্বয়ে গঠিত বৃহৎ এ শিল্প কমপ্লেক্সের চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গনে আসছিল। সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে চিনিকারখানাটি। তবে চিনির মূল্য বাড়লেও আশানুরূপ হারে আখের মূল্য বাড়েনি। আখের মূল্য বাড়ানোর দাবি চাষিদের। আখের মূল্য প্রতি মণ ১৪০ টাকা (মিলস গেটে)। চাষিদের দাবি প্রতি মণ আখের মূল্য দিতে হবে ২৫০ টাকা। চিনিকলের শ্রমিকরা জানান, এ বছর মিলস হাউজের ফিটিংয়ের কাজ ভালো হয়েছে। মিল ভালোই চলবে। ফলে বেশি চিনি উৎপাদন সম্ভব হবে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোশারফ হোসেন.বলেছেন, মাড়াই মৌসুম শুরু করতে চিনিকলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। এজন্য এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্ধেকে নেমে এসেছে। মিল চালু হলে চলতি বছর চিনিকল এলাকায় আখ চাষের পরিমাণ বেশি হবে।

চলতি মৌসুমে কেরু মিল জোনে দণ্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ৬২৭ একর জমিতে। এছাড়াও পার্শ্ববর্তী কুষ্টিয়া চিনিকলের ৪ হাজার মেট্টিক টন আখ কেরু চিনিকলে মাড়াই করা হবে। এ মৌসুমে ৩০ থেকে ৪০ মাড়াই দিবসে প্রতিদিন গড়ে ১১৫০ মেট্রিক টন আখ মাড়াই করবে চিনিকলটি। ৫৫ থেকে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬ ভাগ চিনি আহরণের মাধ্যমে ৩ হাজার ৬ শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে মোটা অঙ্কের লোকসান কমিয়ে এ বছর লাভের মুখ দেখবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এমনটিই আশা করছে কর্তৃপক্ষ।

উদ্ভোদন শেষে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও কেরু অ্যান্ড কোম্পানির বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।