মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি, থানায় জিডি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি, থানায় জিডি
ফাইল ছবি

পয়েলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিরকুটে বলা হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’ কাজটা শিরকের।


এ ঘটনায় এক শিক্ষার্থী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ হুমকি ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।


জিডিতে বলা হয়েছে, অভিযোগকারীর নাম আবতাহী রহমান। তিনি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষ্যে গঠিত অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য। একটি সাদা কাগজে একটি পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা দেখতে পাই ‘শোভাযাত্রা’ কাজটা শিরকের এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের’, লিখা দিল।


রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, একটা উড়ো চিরকুট এসেছে। মঙ্গল শোভাযাত্রায় হামলা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।