বেচা-বিক্রি শুরু করেছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৩ এএম, ১৩ই এপ্রিল ২০২৩

ঈদের ব্যবসা ধরতে আজ থেকে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করেছেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এর আগে গতকাল সেখানে বালি ফেলে ও ইট বিছিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বুধবার (১২ এপ্রিল) অস্থায়ীভাবে বেচাবিক্রির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারের সেই জায়গায় চৌকি বিছিয়ে আপাতত কোনমতে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। চৌকির উপরে কাপড় স্তূপ করে বিক্রি করছেন তারা। যে যার মতো পারছেন দোকান খুলে বসেছেন।
ডিএসসিসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫ জন। তবে আজ প্রায় ৭০০ জন ব্যবসায়ী চৌকি বসিয়ে বঙ্গবাজারে বসেছেন।
যারা চৌকিতে বসেছেন, তাদের কেউ প্যান্ট, কেউবা শার্ট, পাঞ্জাবি, শিশুদের পোশাক কেউবা শাড়ি বিক্রি করছেন। তীব্র গরমের কারণে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ীরা।
কার্যক্রমের উদ্বোধনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, যারা এখানে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা এবং দোকানের লোকেশন অনুযায়ী আমরা এখানে সবাইকে বসার সুযোগ করে দিয়েছি।