ঈদে মোটরসাইকেল পারাপারে ঘাটে থাকবে ফেরি: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


ঈদে মোটরসাইকেল পারাপারে ঘাটে থাকবে ফেরি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদুল ফিতরের সময় মোটরসাইকেল পারাপারের জন্য মাওয়া ঘাটে ফেরি থাকবে।


বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।


ঈদের সময় নিয়ম মেনে মোটরসাইকেল মহাসড়কে চলাচল করতে পারবে বলেও জানান মন্ত্রী।


তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা যেনও নির্বিঘ্ন হয় সেজন্য আমরা কাজ করছি। আমরা বৈঠকে ঈদকে কেন্দ্র করে সড়ক মহাসড়কের নিরাপত্তার বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি।


তিনি আরও বলেন, আমরা গার্মেন্টের মালিকদের অনুরোধ করবো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করুন। এবং ধাপে ধাপে ছুটি দিন যেনও মহাসড়কে চাপ না পড়ে।