ঈদের আগে যেসব পরিবহন বন্ধ থাকবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


ঈদের আগে যেসব পরিবহন বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

ঈদের আগে তিন দিন রড, সিমেন্ট, বালুসহ নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ও লং ভেহিকেল বা ট্রেইলার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 


বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচালের বিকল্প হিসেবে মাওয়া ফেরিঘাটে ফেরির ব্যবস্থা রাখা হয়েছে।