মশা নিধনে অত্যাধুনিক প্রযুক্তি আসছে: মেয়র আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৫ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ম্যানুয়াল পদ্ধতির চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ভেকল মাউন্টেন মেশিনের মাধ্যমে স্প্রে করে মশা দমন সহজ ও কার্যকরী পদ্ধতি। আর সেই পদ্ধতিই কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বুধবার (১২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সিউলে মেট্রোপলিটন গভর্নমেন্টের ডেপুটি মেয়র কিম ইউ সিয়াংয়ের সাথে সিটি ম্যানেজমেন্ট শীর্ষক এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ৩০ বছর আগে এক সময় দক্ষিণ কোরিয়ায় প্রচুর মশা ছিল। কিন্তু তারা অটোমেশন ও ম্যাকানাইজ পদ্ধতির মাধ্যমে এটি মোকাবেলা করেছে। তখনও তারা ম্যানুয়াল পদ্ধতিতে স্প্রে করেনি। যেটি আমেরিকার মায়ামিতে দেখেছি এখানে এসেও তাই দেখলাম, একই পদ্ধতি। তাই এ পদ্ধতি এখন থেকে আমরাও ব্যবহার করবো।
আতিকুল ইসলাম বলেন, সুয়ারেজ লাইনকে তারা আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে। তারা বলছে, ময়লা পানির মধ্যে মশা বেশি জন্মে। আর খোলা সুয়ারেজের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পয়ঃবর্জ্য লেকের পানিতে দেওয়া বন্ধ করতে হবে। তাহলে হয়ত আমরা এসব সমস্যা থেকে পরিত্রান পেতে পারি।