তৃতীয় কোনো ব্যক্তি উড়ো চিঠি পাঠিয়েছে: র্যাব ডিজি খুরশীদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। মূলত আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের কাছে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন। আমরা খোঁজ করছি কে এই কাজটি করেছেন। আশা করি দ্রুতই বিষয়টি জানা যাবে।