আপাতত গরম কমার সম্ভাবনা নেই
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:২৫ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
আবহাওয়া অধিদপ্তর তাদের আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৩%।
এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।