মুজিবনগরে ব্যাংক বন্ধ থাকবে ১৭ এপ্রিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
আগামী (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এই দিবস উদযাপন উপলক্ষে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দিনটিতে মুজিবনগরের সব ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে।
এর আগে বুধবার (১২ এপ্রিল) এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা ও উপ-শাখা সোমবার ১৭ এপ্রিল বন্ধ থাকবে।
শুধু মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে।