নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে জরিমানা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন তাজুল ইসলাম নামের ওই ব্যক্তি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কাছে খবর আসে যে, আদালতের সামনে শিয়ালের মাংস বিক্রি করছেন এক ব্যক্তি। খবর পেয়ে আমরা স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান এবং শিয়ালের মাংস বিক্রির সময় তাজুলকে হাতেনাতে ধরে ফেলেন। জব্দ করা হয় শিয়ালের মাংস।
ম্যাজিস্টেট নিজাম উদ্দিন বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয় তাজুলকে।
জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরের মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানিয়েছেন ম্যাজিস্টেট নিজাম উদ্দিন।