সাভারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন জাফরুল্লাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৪ এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি রাখা হয়। একে একে সবাই শ্রদ্ধা জানাতে শুরু করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।
সকলের শ্রদ্ধা জানানোর জন্য জুমার নামাজ পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ এখানে রাখা হবে। নামাজের পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টায় সূচনা ভবনের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে
এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌঁছে।