রামপুরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩


রামপুরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার রাতে রামপুরা ইস্টার্ন হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ফিরোজা বেগম বর্তমানে তিনি রামপুরা ইস্টার্ন হাউজিং এ থাকতেন। তার এক মেয়ে রয়েছে।


নিহতের ভাতিজা আলামিন জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাসা বাড়িতে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তখন তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলসহ চালককে আটক করে থানায় দিয়েছে।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।