মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৪ এএম, ১৫ই এপ্রিল ২০২৩


মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
বাংলা নববর্ষ

মেহেরপুরের জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক অদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 


মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম পুলিশ সুপার রাফিউল আলম জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পিয়ারুল ইসলাম গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটার অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।