ঈদে রেলওয়েকে সহযোগিতা করবে পুলিশ: আইজিপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩


ঈদে রেলওয়েকে সহযোগিতা করবে পুলিশ: আইজিপি
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রা থেকে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে পুলিশ সর্বাত্মক সহায়তা করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


শুক্রবার (১৪ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আযান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে। মানুষ নির্বিঘ্নে যেনও বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা আমরা করছি।


তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে।


পুলিশ প্রধান বলেন, ঈদের আগে সরকার একদিন ছুটি ঘোষণা করায় সড়কে কিছুটা চাপ কমবে বলে আশা করছি।