চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১১ পিএম, ১৫ই এপ্রিল ২০২৩


চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
নিউ সুপার মার্কেটে লাগা আগুন

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সকাল ১০টা ৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। 


শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। 


৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ফায়ার সার্ভিসের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু ৮টা ৫৫ মিনিটের দিকে আবারও প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো নিউমার্কেট এলাকা। 



আরএক্স/