রাজধানীর নিউ মার্কেট বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এছাড়া শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে পার্শ্ববর্তী চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এদিন সকালে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির বরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নিউ মার্কেটের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, শনিবারের আগুনে প্রায় ২০০ দোকান পুড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত মালামাল ছিল।
এর আগে, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।