বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ এএম, ১৬ই এপ্রিল ২০২৩

আগামী কমপক্ষে ৫ দিনের মধ্যে কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। তবে এর পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিলের পরে মূলত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, ‘আগামী বুধবারের আগে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস উঠা-নামা করতে পারে।
তিনি আরও বলেন, আজ আকাশ মেঘলা এ কারণে সূর্যের আলো সরাসরি পড়ছে না। ফলে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। যদি সরাসরি পড়তো তাহলে দিনের তাপমাত্রা বেড়ে যেত।
আজ সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শনিবার আবহাওয়া অফিস জানিয়ছেন, সিনপটিক অবস্থা অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সারা দেশের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।