৫৮ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩


৫৮ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজ
ছবি: সংগৃহীত

৫৮ বছর আগে ১৯৬৫ সালের পর রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি গরম পড়েছে আজ শনিবার (১৫ এপ্রিল)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। 

তিনি জানান, ‘ঢাকায় আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।’

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানী ঢাকায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বশেষ ৯ বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিল।