২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভলো নিউ মার্কেটের আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
প্রায় ২৭ ঘন্টা পর রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন পুরোপুরি নেভানো হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাজাহান শিকদার গণমাধ্যমকে জানান, গতকাল আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। রবিবার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে ভবন বুঝিয়ে দিয়েছি।
এর আগে, শনবিার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।