খুললো নিউ মার্কেট, চন্দ্রিমা বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
ভয়াবহ আগুনের কারণে বন্ধ ঘোষণার পর আজ রবিবার (১৬ এপ্রিল) নিউ মার্কেটের দোকানগুলো খুলেছে। এদিন সকাল ১০টার পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেখা যায়।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সাংবাদিকদেরকে বলেন, নিউ সুপারে আগুন লাগায় ঝুঁকি এড়াতে আমরা নিজেরাই দোকান বন্ধ রেখেছিলাম। কারণ অনেক মানুষ যাতায়াত করেছিল। আজকে দোকান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে চন্দ্রিমা মার্কেটের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা জানান, পুলিশের পক্ষ থেকে আমাদের আপাতত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে।