আগুন নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩


আগুন নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রতিটি আগুনের পেছনে কারণ থাকে। ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এটা সেটা। নাশকতাও থাকে। আমরা এখনো সুনিশ্চিত নই। আমরা ইনকোয়ারি করছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘সবার কাছে একটা প্রশ্ন জাগছে, এত ঘন ঘন এবং শেষ রাতেই কেন দুর্ঘটনাগুলো ঘটে। এটা সবাই প্রশ্ন করছে। আমরা ইনকোয়ারির আগে, সঠিক তদন্তের আগে বলতে পারব না। আমি সুনিশ্চিত না হয়ে কিছু বলছি না।’


ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।