রাবিতে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাবিতে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। ২০২০ সালের মার্চ থেকে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত বছর ১২ সেপ্টেম্বর আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পাঁচ মাস পর গত ২১ জানুয়ারি করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।

জি আই/