ধোঁয়ায় আচ্ছন্ন রেস্টুরেন্ট আগুন নিয়ন্ত্রণে বেগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪


ধোঁয়ায় আচ্ছন্ন রেস্টুরেন্ট আগুন নিয়ন্ত্রণে বেগ
ছবি ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরের ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ৭ জনকে জীবিত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।  


আরও পড়ুন: ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন


শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগা লাগে সকাল ১০ টা ৩৮ মিনিটে এরপর থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের পরিদর্শন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুনে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন ফ্লোরের কাচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যহত রেখেছে। এখন পর্যন্ত ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


এসডি/