রাজধানীর বনশ্রীতে ছয়তলা ভবনে আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪


রাজধানীর বনশ্রীতে ছয়তলা ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 


শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বনশ্রী সি-ব্লকে ৬ তলা ভবনে ৮টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।


আরও পড়ুন: ধোঁয়ায় আচ্ছন্ন রেস্টুরেন্ট আগুন নিয়ন্ত্রণে বেগ


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জনবাণীকে বিষয়টি নিশ্চিত করেছেন।


মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৮ টা ৩৫ মিনিটে বনশ্রীর সি-ব্লকের ১৬ নম্বর বাসার তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে এবং আরও ৩টি ইউনিট রওনা দিয়েছে।


এমএল/