নিউমার্কেট এলাকার যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিলো। আজ (রবিবার) নিউমার্কেট এলাকার সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিয়ে সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সেখান কর্মরত ট্রাফিত পুলিশের কর্মকর্তারা।
সরেজমিনে নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। মোটামুটি স্বাভাবিক রয়েছে সেখানকার ট্রাফিক ব্যবস্থা।
নিউমার্কেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, নিউমার্কেটের আগুন নিভে যাওয়ায় রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।