চালের উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছি : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, চালের চাহিদা দিন
দিন বাড়ছে। সেজন্য আমরা চালের উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছি।
মঙ্গলবার (
১৫ ফেব্রুয়ারি ) সিলেট সার্কিট হাউজে সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ
অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী
বলেন, আমাদের কৃষি জমি ক্রমশ কমছে। সমতল বা অনুকূল পরিবেশের জমির সম্ভাবনাকে আমরা সর্বোচ্চ
ব্যবহার করছি। এ অবস্থায় চালের উৎপাদন বাড়াতে আমরা পাহাড়, হাওর, উপকূলসহ প্রতিকূল এলাকায়
ধানের চাষ সম্প্রসারণ করতে ও পতিত জমি কাজে লাগাতে কাজ করছি। এসব এলাকা ব্যবহার করে
আমরা ভবিষ্যতে খাদ্য ঘাটতি মোকাবিলা করে খাদ্যে উদ্বৃত্ত থাকতে চাই।
সিলেট অঞ্চলের
কৃষির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে ও বিশাল পতিত জমিকে চাষের আওতায় আনতে কাজ চলছে
বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন,
সিলেটের হাওর, টিলা ও সমতলে কৃষির সম্ভাবনা অনেক। অনেক জমিও পতিত থাকে। এসব পতিত জমিকে
কীভাবে চাষের আওতায় আনা যায়, টিলাতে কীভাবে কমলা, জাম্বুরা, কফি, কাজু বাদামসহ ফলের
চাষ করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
বোরো মৌসুমে
সেচ সুবিধা সম্প্রসারণের জন্য ইতোমধ্যে ২২৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে
তিনি বলেন, এর মাধ্যমে সিলেটের কৃষিতে বিরাট পরিবর্তন আসবে।
এতে সংসদ সদস্য
শামীমা শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, সিলেটের বিভাগীয়
কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট অঞ্চলের ডিএইর অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার
অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।
জি আই/