বেজিয়া’র সভাপতি হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ১৭ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান। সঙ্গে নির্বাচন বোর্ড সদস্য ছিলেন মো. রিয়াদ আলী, টি. আই. এম. নুরুল কবির ও সংগঠনের সচিব মো. রফিকুল ইসলাম।
২০২২-২০২৪ সাল মেয়াদি নির্বাচিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, সহসভাপতি-১ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী এইচ চৌধুরী, সহসভাপতি-২ অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ জহির, সহসভাপতি-৩ সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এবং ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ফখরুদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফ আশরাফ।
নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির আলি হুসেইন, এসপিএল পেট্রো কেমিক্যাল কমপে্লক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুস্তফা হায়দার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সারোয়ার কামাল, রাতুল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক ও সিইও মো. হালিমুজ্জামান, আমান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহসিন আমান, উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান, মার্চেন্ট মেলবোর্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার এইচ টিটু, ম্যাংগো টেলি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ।
ফলাফল ঘোষণা শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান বলেন, এই নির্বাচিত কমিটি দেশ ও রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। বিদেশি বিনিয়োগ দেশে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁরা কাজ করবেন বলেও তিনি জানান।
তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরিচালনা পরিষদসহ সকলকে নিয়ে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ নভেম্বর বাংলাদেশ কম্পানি আইন নীতিমালার ধারা-২৮-এর আওতায় নিবন্ধিত বাংলাদেশ বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)। এটি একটি অলাভজনক ও অবাণিজ্যিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সরকারি, বেসরকারি পিপিপি ও জিটুজিসহ সকল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা।
এসএ/