দামুড়হুদায় এক মাদক ব্যবসায়ীকে জবাই করে হত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


দামুড়হুদায় এক মাদক ব্যবসায়ীকে জবাই করে হত্যা
ঘটনাস্থলে পরিদর্শনে পুলিশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা  উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে মাদক ব্যবসায়ী কিতাব আলীর (৪৫) জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিতার আলি জেলার জীবননগর উপজেলার নারায়ণপুর  গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 


বুধবার (১৯ এপ্রিল) সকালে কাদিপুর গ্রামের স্কুলপাড়া মাঠের একটি ঘাসের ক্ষেত থেকে জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।

  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের ঘর জামাই কিতাব আলী গত মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে  আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয় কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গিয়ে স্কুলপাড়ার মাঠে তার ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, ভিকটিম ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার মরদেহের পাশে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা পূর্বপরিকল্পিত ভবে তাকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের উদ্ধতন কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।