ঈদের আগে কমলো সবজির দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


ঈদের আগে কমলো সবজির দাম
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতমধ্যে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোলাও, চিনি, শসাসহ কিছু পণ্যের দাম বেড়েছে। 


বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে হাতিরপুল ও নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে বাজারে দাম বেড়েছে পোলাও চাল, চিনি, সেমাইয়ের দাম। এছাড়াও সবজি বাজারে উর্ধ্বমুখী শসা, লেবুসহ গাজরের দাম।


সবজি বিক্রেতা জান্নাতুর রহমান বলেন, এখন শুধু শসা আর লেবু ছাড়া প্রায় প্রতিটি সবজির দাম কম। ঢাকা শহরে লোকজন কমে যাওয়ায় আমাদের বেচাকেনাও অনেক কম। তাই বাধ্য হয়েই কমে বিক্রি করতে হচ্ছে।


এদিকে, ঈদকে কেন্দ্র করে বেড়েছে পোলাও চাল, চিনি, সেমাইয়ের দাম। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষ্যে এসব পণ্যের দাম প্রতিদিনই ১/২ টাকা করে বাড়ছে। ঈদের পর হয়ত আবার এগুলোর দাম কমে আসবে।


নিউমার্কেট কাঁচাবাজারের ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি করে। এছাড়াও খোলা চালের মধ্যে চিনিগুড়া পোলাও চাল বিক্রি হচ্ছে ১৫০ টাকা, সোনারতরী পোলাও চাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। বাকি সব চালের দাম স্বাভাবিক রয়েছে।


এক ক্রেতা বলেন, রোজা শেষ পর্যায়ে তাই ঈদকে কেন্দ্র করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। শক্তভাবে বাজার নিয়ন্ত্রণ করলে এমনটা হতো না। সামনে ঈদ তাই দামের দিকে তাকিয়ে বসে থাকার সুযোগ নেই। বাধ্য হয়েই কিনতে হচ্ছে। সেমাই-চিনিসহ মোটামুটি ঈদের বাজার কমপ্লিট।