বৃষ্টির মত আকাশ থেকে পড়লো কয়েকশো মরা পাখি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আকাশে ডানা মেলে উড়ছিল এক ঝাঁক পাখি। যেন মেঘের মতো কালো রঙের বিশাল ঝাঁক উড়ছে আকাশে।কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ল পাখির ঝাঁক। মাটিতে নেমে সেই ঝাঁক আবার কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে উড়ে গেল।
কিন্তু তারপরই দেখা যায়, কয়েক শ’ পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে পাখির ঝাঁক থেকে কয়েক শ’ পাখিকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।যে দৃশ্যে হতবাক করে দিয়েছে স্থানীয়দের। রাস্তার ওপরে পাখিগুলোকে নিথর হয়ে পড়ে থাকতে দেখা গেছে। হঠাৎ একসঙ্গে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
অনেকের দাবি, ফাইভ-জি প্রযুক্তির কারণেই মৃত্যু হয়েছে পাখিগুলোর। স্থানীয় সংবাদমাধ্যম দূষণকেই দায়ী করা হচ্ছে এই মৃত্যুর জন্য।কেউ আবার বলছেন, পাখিগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন জানিয়েছেন, কোনো বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল এই পাখির ঝাঁককে। পাখিগুলো ভয় পেয়ে কোনো বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। সে কারণেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলোর।
তবে কীভাবে এত পাখির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এসএ/