তীব্র তাপদাহের পর রাজধানীর বুকে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩
বেশ কিছুদিন ধরে সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। অবশেষে কাঙ্ক্ষিত সেই বৃষ্টির দেখা মিলেছে রাজধানীর বুকে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ৫ টার কিছু পরে রাজধানীর মতিঝিল, লালবাগ, বাংলামোটর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়।
এদিকে দীর্ঘ দিন পর নামা বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহ কিছুটা হলেও কমবে। রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, বৈশাখ মাস শুরু হয়েছে। এখন থেকে প্রতিদিনই কমবেশি বৃষ্টিপাত হবে। এর ফলে যে তাপপ্রবাহ চলছে তা ধীরে ধীরে কমে আবহাওয়া স্বাভাবিক হবে।