অস্টিয়ায় ইসলামিক কমিউনিটি প্রেসিডেন্টের যৌথ ঈদ পুনর্মিলনী


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩


অস্টিয়ায় ইসলামিক কমিউনিটি  প্রেসিডেন্টের যৌথ ঈদ পুনর্মিলনী
ছবি: জনবাণী

অস্ট্রিয়ায় বসবাসকারী সকল মুসলমানদের সংস্থা ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার উদ্যোগে ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ ইভেন্ট সেন্টারে সকল ইসলামিক কমিউনিটির যৌথ  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ইভেন্ট সেন্টারের প্রবেশদ্বারে সকল আমন্ত্রিত মেহমানদেরকে স্বাগত জানান ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত অমিত ভুরাল, ভাইস-প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত আদিস কান্দিস, সুপ্রিম কাউন্সিল মেম্বার ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদ, সুপ্রিম কাউন্সিল মেম্বার এরাবিয়ান বংশোদ্ভুত গাবাল জিকরি । 


গুরুত্বপূর্ণ সংস্থাটির প্রেসিডেন্ট অমিত ভুরাল সবাইকে ঈদের শুভেচ্ছাসহ গুরুত্ব পূর্ণ বক্তব্য পেশ করেন। অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক কাজ করার জন্য বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন- সাবেক তিন প্রেসিডেন্ট ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সানাচ, ইব্রাহিম অল্গুন, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, কেন্দ্রীয় শুরা সদস্যগণ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদ, শিক্ষা অফিস এর নেতৃবৃন্দ, স্পেশালিস্ট ইন্সপেক্টরগণ,ঈমাম পরিষদ, টার্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানদের  এগারোটি  ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রায় ২০০ মুসলিম লোক।


এশিয়ান ইসলামিক কমিউনিটি আরও উপস্থিত ছিলেন মাসজিদুল ফালাহর সভাপতি হাবিবুর রহমান এবং আফগান কমিউনিটি লিডার আব্দুল গানি হাকিমী।