কবরে নামফলক লাগানো জায়েজ হবে কি?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কবর চেনার জন্য
কবরের ওপর মৃত ব্যক্তির নাম-ঠিকানা সংবলিত ফলক লাগিয়ে চিহ্ন দেওয়ার প্রচলন রয়েছে। শুধু
কবর শনাক্ত করে রাখার প্রয়োজনে এমনটি করা নিষেধ নয়।
হজরত উসমান
ইবনে মাজউন (রা.) ইন্তেকালের পর তার দাফন শেষে রাসুলুল্লাহ (সা.) একজনকে একটি পাথর
নিয়ে আসার আদেশ দেন। কিন্তু সেই সাহাবি তা বহন করে আনতে সক্ষম হননি।
তখন রাসুলুল্লাহ (সা.) পাথরটি নিজ হাতেই বহন করে উসমান ইবনে মাজউনের (রা.) মাথার কাছে এনে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার দুধভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি দাফন করব। (আবু দাউদ : ৩২০৬)।
তবে প্রয়োজন
পরিমাণের চেয়ে অতিরিক্ত বা নাম-ঠিকানা ব্যতীত অন্য কিছু, যেমন- কোরআনের আয়াত বা বড়
বড় কবিতা কিংবা প্রশংসা-স্তুতিমূলক বাক্য না লেখা।
হজরত জাবের
(রা.) বলেন, নবীজি (সা.) কবর পাকা করা, তার ওপর লেখা, কবরের ওপর ঘর নির্মাণ করা এবং
তা পদদলিত করা থেকে নিষেধ করেছেন। (তিরমিজি : ১০৫২; তাবয়িনুল হাকায়েক : ১/৫৮৮; খুলাসাতুল
ফাতাওয়া: ১/২২৬; মিরকাতুল মাফাতিহ : ৪/১৬৬; আল-কাউসার
জি আই/