বিয়ের এক বছরের মাথায় না ফেরার দেশে পাইলট তৌকির


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


বিয়ের এক বছরের মাথায় না ফেরার দেশে পাইলট তৌকির
ছবি: সংগৃহীত

এক বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বৌ ঘরে তোলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। অনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন তিনি। তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের কালো ছায়া।


জানা গেছে, তৌকিরের স্ত্রীর নাম আকশা আহম্মেদ নিঝুম, তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। ঢাকায় বিমানবাহিনীর কোয়াটারে থাকতেন নব এই দম্পতি। সর্বশেষ গেল কোরবানি ঈদে (জুন মাসে) রাজশাহীর বাসায় এসেছিলেন তৌকির। এরপরে ছুটি শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে আসেননি পাইলট তিনি।


আরও পড়ুন: জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবকের দায়িত্বে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের ছাত্র কর্মীরা


গাড়িচালক আলী হাসান বলেন, তার (তৌকির) বিয়ে হয়েছে ঢাকার গাজীপুরে। নিঝুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তাদের একবছর আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানিকভাবে বিয়ে তোলা হয়। এরপর থেকে তারা ঢাকায় বসবাস ।


তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজশাহীতে এসেছিলেন। এখানে কোরবানিও দেন তারা। এরপরে ছুটি শেষে স্যারকে গাড়িতে করে ঢাকায় রেখে আসি। তিনি (তৌকির) অনেক নম্র ও ভদ্র মানুষ। বিমানবাহিনীর কোয়াটারে তাদের নামিয়ে দেওয়ার পরে (তিনি) পুরো এলাকা ঘুরিয়ে দেখান। অনেক ভালো মনের মানুষ তিনি। কোনো অহঙ্কার নেই তার মনে।


আরও পড়ুন: ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া কিছুই বলতে পারছে না শিক্ষার্থী


প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। তার মৃত্যুতে তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


এমএল/