উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট নিহত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট নিহত
নিহত পাইলট।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বিকট শব্দে আছড়ে পড়ে। বিমানটি ছুটির ঠিক আগ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়, ফলে সেখানে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা চরম আতঙ্কের মধ্যে পড়েন।


আহতদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৫ জনকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল বেশি। হঠাৎ বিকট শব্দে কাঁপতে থাকে পুরো এলাকা, এরপর আগুন ও ধোঁয়া দেখা যায়। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দগ্ধ শরীরে মানুষ দৌঁড়ে বেরিয়ে আসছে এবং সেনাবাহিনীর গাড়িতে করে উদ্ধার কার্যক্রম চলছে।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।


এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে।



এসডি/