জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবকের দায়িত্বে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের ছাত্র কর্মীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবকের দায়িত্বে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের ছাত্র কর্মীরা
ছবি: জনবাণী।

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত ১৬৪ জন দগ্ধ রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দেখা যায়  বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র’র সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি বিধ্বস্ত হয়।



বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও প্রাণহানির ঘটনা ঘটে।


এসডি/