কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২১ এএম, ২৬শে এপ্রিল ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবনী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যায়। কিছুক্ষণ পর তাকে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহান মৃত ঘোষণা করেন।
মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।