বর্তমান সরকার শিক্ষার আমূল পরিবর্তন করেছে: শিক্ষা উপমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ১৪ বছরে বর্তমান সরকার শিক্ষার আমুল পরিবর্তন করেছে। আধুনিক শিক্ষিত স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার সময় দেশের সাক্ষরতার হার ছিল ৫০ শতাংশ যা বর্তমানে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে। আঞ্চলিক পর্যায়ে শিক্ষাই ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী এ কথা বলেন।
চকরিয়া পৌর এলাকায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, বাস্তব জীবনের সাথে শিক্ষার্থীদের পরিচয় করে তুলতে হবে। সেই লক্ষ্য শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।
উৎসবে বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পুলিশের চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, বর্তমান প্রধান শিক্ষক মশিউর রহমান, বুয়েটে শিক্ষক ড. আমার উদ্দিন সুমন।
সুবর্ণজয়ন্তী উৎসবে এ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সহ কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।